পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ভ্যান চালকের বাড়ি থেকে দুইটি চার্জার ভ্যান গতকাল শনিবার চোরেরা চুরি করে নিয়ে গেছে।
ঘটনা ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বৃষ্টির সময় পার্বতীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দরিখামার গ্রামে।
চার্জার ভ্যান হারিয়ে দিশেহারা গরিব ভ্যানচালক আব্দুল্লাহ জানান, আমার বড় ছেলে জসিম উদ্দিন একটি ভ্যান চালায় এবং অপরটি আমি চালাই। চুরি যাওয়া ভ্যান দুইটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।