লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাসিবা নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবা গোতামারী ইউনিয়নের হাফিজুল ইসলামের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত।
স্থানীয়রা জানান, শিশু হাসিবা পারুলিয়া ইউনিয়নে অবস্থিত নানার বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য পারুলিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে শিমুলতলা নামক স্থানে পৌঁছালে অটোরিকশার চাকা পাংচার হয়।
এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।