সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩০) নামে এক হাজতি আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এএসএম কামরুল হুদা জানান, পাপ্পু নামের এক হাজতি হেরোইন ও মারামারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় তিনি বাথরুমের ভেতরের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় অন্যান্য কয়েদিরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।