দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় প্রায় দেড়যুগ পর প্রকাশ্যে রাজপথে জনসমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (৯ আগস্ট) বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজার চত্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মনছুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় জনসমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, নায়েবে আমীর মোনতাজুর রহমান, আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সাবেক আমীর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, বগুড়া শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর আলী, জামায়াত নেতা উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, আদমদীঘি উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর ফাসিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় শহীদ মুনির হোসেনের বাবা সামছুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিম আল এহসান প্রমুখ।
উল্লেখ্য উপজেলা জামায়াতে ইসলামী ও শিবিবের নেতাকর্মীরা দীর্ঘ দিন নানা প্রতিকুলতার মাঝেও গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে এলেও শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে উপজেলায় জনসমাবেশের মাধ্যমে প্রকাশ্যে এলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।