নিউজ ডেস্ক: হাটহাজারীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি সুপার শপ।
শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাল মোহাম্মদ চৌধুরী পাড়ায় ‘নাঈম সুপার শপ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই সুপার শপটি পুড়ে ছাই হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, আগুনে একটি সুপার শপ সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।