ভিডিও

সীমিত পরিসরে চাঁদপুর মডেল থানায় কার্যক্রম শুরু

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট: আগস্ট ১২, ২০২৪, ০১:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সীমিত পরিসরে পুলিশি সেবা কার্যক্রম শুরু হয়েছে চাঁদপুর সদর মডেল থানায়।

সোমবার (১২ আগস্ট)  সকালে থানার ওসিসহ সদস্যরা কাজে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম।

তিনি বলেন, এই থানায় কর্মরত ডিউটি অফিসার এবং মোবাইল পেট্রল পার্টি কাজ শুরু করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশি সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে সীমিত পরিসরে পুলিশি সেবার কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, এই থানায় পুলিশি সেবা কার্যক্রম চালু হওয়ায় সেবা প্রার্থীদের পূর্বের মতো তাদের মামলা মোকদ্দমাসহ যেকোন পুলিশি সহায়তার বিষয়ে কার্যালয়ে হাজির হয়ে সেবা গ্রহণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা দ্রুতই সকল পুলিশি কার্যক্রম চালু করছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS