নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ভূমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে র্যালি ও মানববন্ধন করা হয়।
সমতলের আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ জনগনের ব্যানারে আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেট থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সমবেত হয়ে মানববন্ধন করে।
শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বরাবর একটি স্বারকলীপি দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।