নিউজ ডেস্ক: মোংলা পৌর শহরের প্রধান মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত হয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড ।
কেন্দ্রীয় এ মন্দিরসহ উপজেলার মোট ৩৮টি মন্দিরে টহল ও সতর্ক অবস্থানে রয়েছে এই উপকূলরক্ষী বাহিনী।
কেন্দ্রীয় মন্দিরে নিরাপত্তা নিশ্চিতকালে কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার আবিদ বিন মনুজর বলেন, সংখ্যালঘু বলে আমরা কাউকে আলাদাভাবে দেখছি না। আমরা সবাই এক দেশ, এক জাতি ও বাংলাদেশি।
তিনি আরও বলেন, মেংলা বন্দর ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা, দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এসবের পাশাপাশি নদীপথে বিভিন্ন লাইটার ও জাহাজে চুরি প্রতিরোধে কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা আবিদ বিন মনজুর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।