ভিডিও

মারা গেছেন আহত আওয়ামী লীগ নেতা বাচ্চু খান 

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  হাসপাতালে মারা গেছেন চাঁদপুরের হাইমচরের আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান ।

মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দুর্বৃত্তরা বাচ্চু খানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। 

বাচ্চু খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আরিফ খান। তিনি বলেন, আশংকাজনক অবস্থায় আমার ভাই বাচ্চু খানকে উদ্ধার করে প্রথমে হাইমচর পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। এরপর আজ সব শেষ হয়ে গেলো।

এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আহত হাইমচরের আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মনা শিকদার ও শাহজাহান ভুইয়া। একই দিনে দুর্বৃত্তদের হামলায় তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS