গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বাড়ির পাশের জমিতে মাছ ধরার সময় বাবাকে পলিথিনের ব্যাগ দিতে গিয়ে ডোবার পানিতে ডুবে মুয়াজ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস গ্রামে।
মুয়াজ ওই এলাকার আব্দুল মালেকের ২য় সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (১৮ আগস্ট) সকালে মুয়াজের বাবা আব্দুল মালেক তাদের বাড়ির সামনে ধান ক্ষেতে পানি ছেচে মাছ শিকার করছিলো।
এসময় মুয়াজের মা ছেলেকে মাছ রাখার জন্য পলিথিনের ব্যাগ দিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয়, এই ব্যাগ দিতে যাওয়ার সময় জমির পাশে ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে আমাদের পুলিশ সদস্যরা পাঠানো হয়েছিল। কেনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।