ভিডিও

পাল্টে গেছে পীরগঞ্জ উপজেলা সদরের দেয়ালের চিত্র

আঁকা হচ্ছে হরেক রকম গ্রাফিতি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ১০:২০ রাত
আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১০:২০ রাত
আমাদেরকে ফলো করুন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : হঠাৎ করে বদলে গেল পীরগঞ্জের দেয়ালগুলোর চিত্র, নানা রঙে আঁকা হচ্ছে গ্রাফিতি। যাতে ফুটে উঠেছে সম্প্রতি ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত। এরমধ্যে রয়েছে সচেতনতা, প্রতিবাদ আর দেশ গড়ার প্রত্যয়ের প্রতিচ্ছবি।

নতুন বাংলাদেশের মতো নতুন এক ক্যানভাস কোথাও লেখা যতই কর ষড়যন্ত্র রুখে দিব, আবার কোথাও লেখা শহিদ আবু সাঈদ তুমি প্রেরণার নতুন উৎস, বিপ্লবের নতুন স্লোগান তুমিই নতুন বাংলাদেশ। কোথাও রং তুলির আঁচড়ে আঁকা কাজ চলছে দেশ সংস্কারের।

গত কয়েকদিন ধরে পৌরসভার শাহ আব্দুর রউফ কলেজ, কছিমন নেছা বালিকা বিদ্যালয়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের দেয়াল গ্রাফিতিতে ভরপুর হয়।

কয়েকদিন আগে ইডেন কলেজের ছাত্রী তানসী, ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইনস্টিটিউটের অর্পা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাসিফ নাসির, হাজী দানেশের আসিফের নেতৃত্বে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দেয়ালে চিত্রাঙ্কন আরম্ভ করে।

আজ রোববার (১৮ আগস্ট) সকাল থেকে কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়, হাজী বয়েন উদ্দিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী থানার সীমানা প্রাচীর থেকে দৃশ্যমান উপজেলা সদরের দেয়ালগুলো গ্রাফিতিতে ভরে তুলে। এমন গল্প গাঁথা, ব্যতিক্রমী এ কার্যক্রমে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যাতে নজর কাড়ছে পীরগঞ্জ পৌরবাসীর।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS