নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন হোসেন সেলিমকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত সেলিমের বিরুদ্ধে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এতে তাকে চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তার সঙ্গে কৃষক দলের সকল নেতাকর্মীকে কোন ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য আহবান করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল তার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, ‘দলের নির্দেশনা রয়েছে নেতাকর্মীরা যেন কোন ধরণের বিশৃঙ্খল ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে।
কিন্তু সেলিম দলের নির্দেশনা ভঙ্গ করেছে। এতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।