নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, গুলি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
বুধবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন মাদক কারবারি সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারিরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।