পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের ক্লিপ খোলার সময় এলাকাবাসী সাজেদুল ইসলাম (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে শহরের গুলপাড়া মহল্লার ওবাইদুল ইসলাম স্বপনের ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে পার্বতীপুর-দিনাজপুর রেল রুটের নুরনগর এলাকায় রেললাইনের (ইআরসি) প্যান্ডেল ক্লিপ খোলার সময় এলাকাবাসী তাকে ১৫টি ক্লিপ ও একটি হাতুড়িসহ আটক করে। এসময় তার অপর সঙ্গী পালিয়ে যায়।
এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ক্লিপগুলো খোলা হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।