নিউজ ডেস্ক: চাঁদপুর শহরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে শাহীন সরকার (১৫) নামে এক কিশোর নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শাহীন সরকার (১৫) শহরের ব্যাংক কলোনির ভাড়াটিয়া মো. স্বপন সরকারের ছেলে। সে ঠিকাদার রিয়াদের অধীনে ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক কলোনির শামীমের সঙ্গে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব চলে আসছিল শাহীনের। শুক্রবার রাতে শাহীনকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেন শামীম।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।