নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলার প্লাবিত এলাকার প্রায় তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।
শনিবার(২৪ আগস্ট) সকালে উপজেলার মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়।
জোন ক্যাপ্টেন ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দুর্গত এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন মাটিরাঙ্গা সেনা জোন সাহায্য করে যাবে। যতই দুর্গম বা প্রত্যন্ত এলাকা হোক সেনাবাহিনী সহযোগিতা পৌঁছে দেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।