ভিডিও

বন্যাকবলিত মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর নাম হামিদা ইয়াসমিন (২৬)। তিনি মেহেদীনগর এলাকা নুরুল আফছারের স্ত্রী।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সকালে ঘরের পাশে পানিতে ছেড়া বিদ্যুতের তারের স্পর্শ লাগে হামিদা ইয়াসমিনের। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আলী বলেন, হামিদা ইয়াসমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মারা যাওয়ার কথা শুনেছি। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS