ভিডিও

সাবেক মন্ত্রী মহিউদ্দিন খানসহ ৫৮৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১০:২৭ দুপুর
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১০:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  চাঁদপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরসহ ৮৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাইদ। এর আগে, কচুয়া থানায় বাদী হয়ে মামলাটি করেন উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে হামলা ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে সময় অস্ত্র, পিস্তল, রিভলভার ও শটগান দিয়ে ২৭ জনকে জখম করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS