ভিডিও

গাইবান্ধায় বাসচাপায় নিহত অটোভ্যান চালক ও যাত্রী

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০১:১৮ দুপুর
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ০২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০), অপরজন পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া।

স্থানীয়রা জানান, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS