ভিডিও

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীহাটে অগ্নিকান্ডে ১১ দোকান ভস্মীভূত

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৭:৩৮ বিকাল
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ০৭:৩৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীহাটে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমনিক সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জের দমকল বাহিনীর একটি দল ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, একটি মোবাইল চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়।

ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে প্রায় ৬০ লাখ মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান বলেন, ৪টি মনোহারি দোকান, ৪টি চায়ের দোকান, একটি টেলিকমের দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে গেছে।

এতে প্রায় ২০ লাখ টাকা মালামাল পুড়ে গেছে। এছাড়া প্রায় ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS