ভিডিও

এবার রাজনীতিতে দুই বোন

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট: মার্চ ২৯, ২০২৪, ০৩:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক :  ভারতে ভোটের আগে রাজনীতিতে তারকা সমাগম নতুন কিছু নয়। লোকসভা হোক কিংবা বিধানসভা- নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে। যেমন এ বছর তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি কেন্দ্র থেকে প্রথম বার লড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। শিন্ডেসেনা সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। বিজেপি থেকে ভোটের লড়াইয়ে আছেন অভিনেত্রী কঙ্গনাও।

এর পর আরও একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কাপূর পরিবারের দুই তারকা কারিশ্মা ও কারিনা নাকি লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে। কাপূর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচ-কানাচে। পরস্পরকে চোখে চোখে রাখেন তারা।

স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন কারিনাকে বোনের পাশে থাকতে দেখা গিয়েছে। সময়ে-অসময়ে কখনও পাশ থেকে সরতে দেখা যায়নি তাকে। তাই কি এ বার রাজনীতির ময়দানেও বোনকে  সঙ্গে নিয়েই নামবেন কারিনা? এই মুহূর্তে জোর গুঞ্জন মায়ানগরীতে। কানাঘুষো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন কারিনা এবং কারিশমা। কিন্তু কাপুর ‘সিস্টার্স’ শিবসেনার হয়ে লোকসভায়ও লড়তে পারেন তারা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS