বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার মুক্তির কয়েকদিন পরই প্রকাশ পেল সিনেমাটির প্রথম গান। টিজারে যে আভাস দিয়েছিলেন নির্মাতা গানেও তার কমতি রাখলেন না। বজায় থাকলে ধারাবাহিকতা। শনিবার বিকেলে গানটি টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে রাজ-বুবলী ও নির্মাতার ওয়ালে ওয়ালে গানটি প্রকাশ করা হয়।
‘বেঁচে যাওয়া ভালোবাসা’ এমন শিরোনামের গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়নে চিত্রে উঠে এসেছে ছবির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। রয়েছে পাওয়া না পাওয়ার হাহাকার।
এই ছবিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। এটি নির্মিত হয়েছে মেট্রো সিনেমার ব্যানারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।