ভিডিও

‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি

প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০১:১৩ দুপুর
আপডেট: জুন ১৩, ২০২৪, ০১:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন। রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

মিমি চক্রবর্তী বলেন, এই সিনেমায় কাজ করার সময় একবারো মনে হয়নি বাইরে কোনো ছবিতে কাজ করছি। অনেকের সাথে প্রথম কাজ করেছি ‘তুফান’ সিনেমায়। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।

শাকিব খান বলেন, আমার ২৫ বছরের সিনেমা জীবনে বিনোদন সাংবাদিকরা আমার সাথে ছিলেন আছেন থাকবেন। তাদের নিয়েই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল তাদের সাথে নিয়ে এগিয়ে যাব। 'তুফান' নতুন দিনের সিনেমা, এই সিনেমা মানুষের ভালোবাসা পাবে এইটুকু বলতে পারি।

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, সিনেমাটির পরিচালক রায়হান রাফী, রেদওয়ান রনিসহ অনেকেই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS