ভিডিও

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৩:৪২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) একাধিক স্থানে পৃথক হামলায় তারা নিহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তবে এদিন পোলিও টিকা দেওয়ার জন্য সেখানে তৃতীয় দিনের মতো যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি দিয়েছে ইসরায়েল। খবর : রয়টার্স 

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের চার নারী এবং উত্তরে গাজা শহরের একটি হাসপাতালের কাছে আট জন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরের কেন্দ্রে ওমর আল-মোখতার স্ট্রিটের কাছে একটি বাড়িতে নয় ফিলিস্তিনি নিহত হন। শহরের উত্তরে শেখ রাদওয়ানের একটি কলেজের কাছে আরেকটি হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদেরর লক্ষ্যবস্তু করে হামলাটি সাবেক নামা কলেজের ভেতরে একটি কমান্ড সেন্টার থেকে পরিচালনা করা হয়। বাকিরা এই এলাকায় পৃথক পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালের কাছে একটি কমান্ড সেন্টারে ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া এক সিনিয়র হামাস কমান্ডারসহ আট ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা। হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, তারা গাজা শহরের জেইতুন শহরতলি এবং দক্ষিণে রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে। তা সত্ত্বেও মঙ্গলবার গাজায় পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে থাকার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS