ভিডিও

জর্ডান সীমান্তে গুলিতে তিন ইসরায়েলি নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৪:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডান সীমান্তে বন্দুকধারীর গুলিতে তিন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (৮ সেপ্টেম্বর) অ্যালেনবি ব্রিজ সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন। খবর : রয়টার্স 

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এক সন্ত্রাসী ট্রাকে করে জর্ডান থেকে অ্যালেনবি ব্রিজের কাছে এসেছিল। ট্রাক থেকে নেমে সেতুতে কর্মরত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে।’ এতে আরও বলা হয়, ‘সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি বেসামরিককে মৃত ঘোষণা করা হয়েছে।’

প্রতিবেদনে, হামলাকারী পরিচয় প্রকাশ করা হয়নি। এই হামলার পেছনে উদ্দেশ্য কী তা জানা যায়নি। বর্ডার ক্রসিংটি কিং হোসেন ব্রিজ নামেও পরিচিত। এটি মৃত সাগরের উত্তরে আম্মান ও জেরুজালেমের মাঝখানে অবস্থিত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS