ভিডিও

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০১:২২ দুপুর
আপডেট: মে ২১, ২০২৪, ০৮:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৮ জন। প্রেসিডেন্টের মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। আগামী ২৮ জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিভাবক পরিষদ সোমবার এক জরুরি বৈঠকে বসে। ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই পরিষদ বৈঠক শেষে আগামী ২৮ জুন ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ মে এর মধ্যে যারা নির্বাচনে প্রার্থী হতে চান তাদের মনোনয়ন জমা দিতে হবে। এরপর নির্বাচনি প্রচারণা চলবে আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। 

উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়া আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS