ভিডিও

নতুন রেকর্ড গড়ল ঝুলন্ত যে সেতু

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ০৫:০৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (৫ জুন) হাঙ্গেরির সাতোরালজাঝেলিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ব্রাইড অব ন্যাশনাল পার্ক। দীর্ঘতম এই দ্বিমুখী সেতুটি প্রায় ৮শ’ মিটার লম্বা, ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কমপক্ষে ৮০ মিটার। 

শহরের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভার-হিল এবং জার-হিলকে সংযুক্ত করেছে সেতুটি। এর মধ্যভাগে কাঁচের মেঝে রয়েছে। টোকাজ-জেমপ্লেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে ৯.৩ মিলিয়ন পাউন্ড খরচে নির্মিত হয়েছে হেঁটে পারাপারের এই সেতুটি। এর ওয়াকওয়ে ১.২ মিটার এবং এর সর্বনিম্ন বিন্দুটি ২৭ মিটার নিচে। ফুটপাতটি পাহাড়ের সঙ্গে নির্বিঘ্নে মিশে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। অভিনব এই পথচারী সেতুটি পরবর্তীতে জেমপ্লেন অ্যাডভেঞ্চার পার্কের অংশ হয়ে উঠবে। একটি সম্পূর্ণ পৌর প্রকল্প। এই সেতুর দৃষ্টিনন্দনসব ছবি তুলেছেনে আনাদোলু এজেন্সির রবার্ট নেমেটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS