ভিডিও

ইসরায়েলে নতুন অস্ত্র ব্যবহার করে হামলা হিজবুল্লাহর 

প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: জুন ১০, ২০২৪, ০১:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রথমবারের মতো নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (৮ জুন) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরাইলের উত্তরাঞ্চলে সামরিক কমান্ড সেন্টারে ‘ফালাক-২’ রকেট নিক্ষেপ করেছে।

একটি নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এর আগে অনেকবার ফালাক-১ নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এই হামলায় ইসরাইলে কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরাইল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে। গত সপ্তাহে এই লড়াই আরও তীব্র হয়েছে। ইসরাইল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে। যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাগযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS