আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে আইসক্রিমের ভেতর মানুষের আঙুল পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনলাইনে ‘ইউম্মো আইসক্রিম’ থেকে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন মালাদ শহরতলীতে বসবাসকারী একজন নারী। কিন্তু খাওয়ার জন্য সেটি খুলতেই হতবাক হয়ে যান তিনি। অনলাইনে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মানুষের একটি আঙুল আইসক্রিমের ওপরের দিকে আটকে আছে।
অভিযোগের জন্য আইসক্রিমটি নিয়ে মালাদ থানায় ছুটে যান ওই নারী। খাদ্যে ভেজাল এবং মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইউম্মোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই আইসক্রিম তদন্তের জন্য এবং আঙুলটি ফরেনসিকে পাঠিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।