নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, সৌর্য্য এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ১৯ আরোহী ছিলেন।
উড়োজাহাজ দুর্ঘটনার জন্যে পরিচিত ত্রিভুবন বিমানবন্দর। একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনার কারণে এই বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে প্রায়শই আলোচনা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।