ভিডিও

নাইজেরিয়ায় নদীতে নৌকায় বিস্ফোরণের ঘটনায় নিহত অন্তত ২০

প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট: আগস্ট ০৯, ২০২৪, ০২:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নাইজেরিয়ার উপকূলীয় প্রদেশ বেয়েলসায় একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বৃহস্পতিবার বলেছেন, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল।

গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS