ভিডিও

ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড় 

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:০২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০১:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্কঃ হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে গতকাল (শনিবার) ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় দেশটির গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন। ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন নীড়। 

গত পরশু রাতে ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন। ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। দাবা অলিম্পিয়াডে আজ অনুষ্ঠিত হবে শেষ রাউন্ডের খেলা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS