ভিডিও

দীর্ঘ হলো ব্রাজিল দলের চোট

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট: অক্টোবর ০৭, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে দু’টি ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়া লিভারপুলে খেলা গোলরক্ষক আলিসনের পর চোটের কারণে চিলি ও পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই ভিনিসিয়ুস জুনিয়রেরও। পরশু রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ঘাড়ে আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে চোটের ব্যাপারটি নিশ্চিত করা হলেও তাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানায়নি।

ব্রাজিল ফুটবল ফেডারেশনও এ নিয়ে কিছু বলেনি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাছাইয়ের দুই ম্যাচে ভিনিকে পাচ্ছে না ব্রাজিল। চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ডান পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য অ্যালিস্টারের চোটের প্রকৃত অবস্থা কেমন বা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন কি না তা জানাতে পারেননি। বলিভিয়া ও ভেনিজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচ আছে আর্জেন্টিনার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS