ভিডিও

সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর আজ সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের সাথে তুলনা নিয়ে মিরাজ বলেন, ‘সবাই সবসময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।’ মিরাজ দলে অবদান রাখার চেষ্টার কথা জানিয়ে বলেন, ‘উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।’

সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে বললেন মিরাজ, ‘সাকিব ভাইয়ের ইস্যু তো সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি কারও অজানা না। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারব না কেউ। সবাই তার পাশে থাকা উচিত।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS