ভিডিও

টাইগ্রেসদের দাপটে দিশেহারা অজিরা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট: মার্চ ২১, ২০২৪, ১২:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া নারী দল। মেঘলা আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়কের এই সিদ্ধান্তের যথার্থ প্রমাণ করেন দলের বোলাররা। অজি নারীদের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন অফস্পিনার সুলতানা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম ম্যাচে ফিবি লিচফিল্ডকে বোল্ড করেন তিনি। ফিবি গত মাসে আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। এরপর সুলতানা তুলে নেন সদ্য শেষ হওয়া নারী আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিস পেরির উইকেট। পেরি, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। তবে এ দিন সুলতানার অফ স্পিনে পরাস্ত হয়ে ১০ বলে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন তিনি।

ইনিংসের নবম ওভারে অজি অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট তুলে নেন মারুফা আক্তার। ৩৯ বলে ৩ চারে ২৪ রানে আউট হন হিলি। মারুফার গুড লেন্থের বল অজি অধিনায়কের ব্যাটে লেগে জমা পরে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে। দলীয় ২৭ রানে তিন উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস মেরামতে চেষ্টা করছেন বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS