ভিডিও

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান দুই ব্যাটারের বিরল র্কীতি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোনো দলের নির্দিষ্ট দু’জন ব্যাটার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন এমন ঘটনা টেস্ট ইতিহাসে বিরল। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে এমন বিরল কীর্তি গড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

লাল বলের ইতিহাসে এমন ঘটনা তৃতীয়বার ঘটলো। এর আগে ১৯৭৪ সালে ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার দুই ভাই গ্রেগ চ্যাপেল ও ইয়ান চ্যাপেল এই রেকর্ড গড়েছিলেন। এর প্রায় ৪০ বছর পর ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের মিসবাহ-উল-হক ও আজহার আলী। সিলেট টেস্টের নিয়িন্ত্রণ এখন পুরোপুরি শ্রীলঙ্কার হাতে।

সফরকারীদের ড্রাইভিং সিটে বসানোর পেছনে সবচেয়ে বড় অবদান কামিন্দু-ধনাঞ্জয়ার। প্রথম ইনিংসে ৫৭ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দুইশোর্ধ্ব রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন এই দুই ব্যাটার। যেখানে সমান ১০২ রান করে করেন উভয় ব্যাটারই।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ছিল লঙ্কান টপ অর্ডার। এবার ৬৪ রানে ৪ উইকেট হারায় তারা। তবে আরও একবার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন ধনাঞ্জয়া-কামিন্দু। এবারও দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া।

সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সবমিলিয়ে ১৭৯ বলে ১০৮ রান করেছেন লঙ্কান অধিনায়ক। আরেক ব্যাটার কামিন্দু শতক স্পর্শ করতে সময় নিয়েছেন ১৭১ বল। ধনাঞ্জয়া ফিরলেও এখনো অপরাজিত আছেন বাঁহাতি এ ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এক উইকেট হাতে নিয়ে তাদের লিড ৪৭০ রান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS