স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষে আবার শুরু হচ্ছে ক্লাব ফুটবলের মিশন। এরই মাঝে তারকারা নিজ নিজ ক্লাবের অনুশীলনে যোগ দিতে শুরু করেছেন। আজ মাঠে নামবে বেশ কয়েকটি বড় ক্লাব।
যার মধ্যে বিগ ম্যাচ বুন্দেসলিগায় মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে। যদিও এবার জার্মানির লিগে বেয়ার লেভাকুসেনের জয়জয়কার। তারাও মাঠে নামছে একই দিন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হফেনহেইম। এ দিকে প্রিমিয়ার লিগেও রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। দিনের শুরুতে চেলসি নিজেদের মাঠে আতিথেয়তা দেবে বার্নালিকে। এরপর টটেনহাম মুখোমুখি হবে লুটন টাউনের। সর্বশেষ ব্রেন্টফোর্ডের মাঠে অতিথি হয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।
যদিও লিগের টেবিলে ভালো অবস্থানে নেই রেড ডেভিলসরা। এই মুহূর্তে চলছে আর্সেনাল, ম্যানসিটি আর লিভারপুলের আধিপত্য। যে দৌড়ে ম্যানইউকে খুঁজে পাওয়া যাবে না। তবু শেষ চারে থাকাটা তাদের জন্য বড় ব্যাপার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।