ভিডিও

সিটি-আর্সেনাল মহারণে কেউ জেতেনি

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ১২:৩৩ দুপুর
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ১২:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কেউ জেতেনি আর্সেনাল-ম্যানসিটি মহারণে। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ফলে লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি এই দু’দলের কারোরই। অন্যদিকে লিভারপুল ব্রাইটনকে হারিয়ে এককভাবে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। শীর্ষে ওঠার সুযোগ ছিল ম্যানসিটির। সে ক্ষেত্রে তাদের জিততে হতো, অন্য ম্যাচে লিভারপুলের হারতে হতো।

ইত্তিহাদ স্টেডিয়ামে একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছে ম্যানসিটি। ৭২.৫ ভাগ বল দখলে ছিল ম্যানসিটির। অন্যদিকে আর্সেনালের দখলে ছিল মাত্র ২৭.৫ ভাগ। অর্থ্যাৎ সিটির মুহুর্মুহু আক্রমণের সয়লাব ঠেকিয়েছে শুধু আর্সেনাল। তুমুল আক্রমণের মুখে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন ম্যানসিটি। কিন্তু আর্লিং হালান্ডরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও আর্সেনালের গোললক্ষ্যে মাত্র একটি শট নিতে পেরেছে সিটির ফুটবলাররা। ৫৮ ম্যাচ পর এই প্রথম ঘরের মাঠে কোনো গোল করতে সক্ষম হয়নি সিটিজেনরা।

আর্সেনালের গ্যাব্রিয়েল হেসুস গোলের দারুণ দুটি সুযোগ পেয়েছিল। কিন্তু তিনি দুটি সুযোগই পোস্টের বাইরে মেরে নষ্ট করে দেন। ম্যানসিটি সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলো প্রথমার্ধে যখন কেভিন ডি ব্রুইন কর্নার কিক নেন এবং নাথান অ্যাকের কাঁধে লেগে বল পোস্টে গেলেও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

এবারের মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারানোর স্বপ্ন অপূর্ণই থেকে গেল ম্যানসিটির। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল থাকলো দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে ম্যানসিটির পয়েন্ট ৬৪। তারা রয়েছে তিন নম্বরে। ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS