স্পোর্টস ডেস্ক : শেফিল্ড শিল্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো চেলসি। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ঠ থাকতে হলো দ্য ব্লাজদের।
এ নিয়ে টানা লিগের খেলায় ৭ ম্যাচে অপরাজিত থাকলে চেলসি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। অপরদিকে ৩১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে শেফিল্ড।
গতকাল রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ১১ মিনিটে প্রথম লিড নেয় চেলসি। বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন থিয়াগো সিলভা। সেই গোল ৩২ মিনিটে শোধ (১-১) করে দেয় শেফিল্ড। এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার এগিয়ে (২-১ গোলে) যায় চেলসি। এবার গোল করেন ননি মাদুকে। এই গোল ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে (৯০+৩) শোধ করে দেয় শেফিল্ড। গোলটি করেন ওলিভার ম্যাকবার্নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।