স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানে। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আয়োজক দেশ পাকিস্তান। টুর্নামেন্টের খসড়া সূচি চূড়ান্ত করে আইসিসি’র কাছে জমা দিয়েছে পিসিবি। টুর্নামেন্টের জন্য তিনটি ভেন্যুও বেছে নিয়েছে দেশটি। সেই তিন ভেন্যু হলো-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি।
২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসর অনুষ্ঠিত হয়। এরপর এই টুর্নামেন্টটিই বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দেখতে আইসিসি’র একটি প্রতিনিধি দল পাকিস্তানও সফর করে। ৮ দলের এই টুর্নামেন্টটি হতে পারে ১৪ দিনব্যাপী।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, খসড়া সূচি তৈরি করে আইসিসি’র কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি। আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল। তারা আমাদের প্রস্তুতি দেখেছে এবং স্টেডিয়ামের উন্নতি নিয়ে কথা বলেছে। আমরা সর্বদা আইসিসি’র সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।