স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আজ রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সূচি, ড্র ও ট্রফি উন্মোচন। সূচি অনুযায়ী ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। দশ দলের ২৩ ম্যাচের এই বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর। ভেন্যু হিসেবে আছে সিলেট ও মিরপুর।
গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল। ‘এ’ গ্রুপে আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সঙ্গে আছে শক্তিশালী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টেবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৯ অক্টোবর বাংলাদেশ লড়বে উইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতি-ফারজানারা। ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। দুটি প্রস্তুতি ম্যাচই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।