ভিডিও

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট: মে ০৫, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (৫ মে) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বেশ কয়েকবার বৃষ্টি আঘাত হানে। এতে করে রান তাড়ায় কিছুটা চাপে পড়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় উইকেটে সেই চাপ সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়।

শেষ পর্যন্ত ২২ গজে ব্যাট হাতে ঝড় তুলে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তারা। তৃতীয় উইকেটে এ দু’জন ৩৬ বলে তোলেন ৬৯ রান। তামিম ৪৭ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৭ আর হৃদয় ১৮ বলেই ৫ চার আর ১ ছক্কায় খেলেন ৩৩ রানের হার না মানা ইনিংস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS