স্পোর্টস ডেস্ক : সান্তিয়ানো বার্নাব্যুতে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ আবারও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে।
জার্মান জায়ান্টদের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলের সমতা করে ফেরে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় লেগে ম্যাচের ৬৮ মিনিটে গোল খেয়ে ঘরের মাঠে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যায় লস ব্লাঙ্কোসরা। কিন্তু ম্যাচের ৮১ মিনিটে বদলি নেমে রিয়ালের স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু জোড়া গোল করে মুহূর্তে ম্যাচ বায়ার্নের থেকে ছিনিয়ে নেন। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটেই দ্বিতীয় গোল করে দলকে ফাইনালে তুলে নেন।
তাকে প্রথম গোলে সহায়তা দেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও গোলটি জার্মানির বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের উপহার দেওয়া। ভিনির জোরের ওপর নেওয়া শট তার সহজে ধরার সুযোগ ছিল। কিন্তু গ্লাভস গলে বেরিয়ে যাওয়া বল হোসেলু পা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন। পরের গোলটি রুডিগারের ক্রসে পা ছুঁইয়ে জালে পাঠান এই সুপার সাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।