স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই টি-টোয়েন্টি ম্যাচে হার। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া। এখন বাংলাদেশের হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন। হিউস্টনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ।
হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশনে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। ঢুকেছেন লিটন দাস আর হাসান মাহমুদ। বাদ পড়েছেন জাকের আলী অনিক আর শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সুযোগ তৈরি করেও হেরে যায় ৬ রানে। আবারও বাংলাদেশ একাদশে ফিরে এসেছেন লিটন দাস। তবে আগের ম্যাচের দুই ওপেনারের কেউ বাদ পড়েননি। আছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।