ভিডিও

টস জিতে ফিল্ডিংয়ে ভারত, একাদশে চমক

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ০৯:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ভারতের। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

 

প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি তরুণ ওপেনার যশস্বী জসওয়ালের। রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনের বদলে রিশভ পন্তের ওপরে আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের ভাগ্যে প্রথম একাদশের শিকে ছেঁড়েনি। তবে সুযোগ পেয়েছেন দুই স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। 

২০০৯ সালে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে সেটি ছিল দু’দলের প্রথম মোকাবিলা ইংল্যান্ডের নটিংহ্যামে অনুষ্ঠিত ঐ ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। এরপর ৬টি বিশ্বকাপ চলে গেলেও সংক্ষিপ্ত ভার্সনের মেগা ইভেন্টে দেখা হয়নি তাদের। অবশেষে বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামছে ভারত-আয়ারল্যান্ড।

২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ৬টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তাই আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয় আছে ভারতের। আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার মিশন ভারতের। আগের বিশ্বকাপের সাফল্যকে এবার ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। 

 

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, রিশভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বালবার্নি, লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল ও বেন হোয়াইট।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS