স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে টি-টোয়েন্টি বিশ^কাপের মূল আসরেও শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। আজও ‘শূন্য’ রানে আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘শূন্য’র বিব্রতকর রেকর্ডের মালিক বনে গেছেন তিনি!
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয় সৌম্য সরকারের। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ধারাবাহিক হতে পারেননি। এক ম্যাচে সৌম্যর ব্যাট হাসলে, পরের কিছু ম্যাচে ব্যাট যেন ঘুমিয়ে থাকে। গত কিছুদিন ধরেও সৌম্যর ব্যাট যেন ঘুমন্ত! ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। ২ বল খেলে ‘শূন্য’ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে এক সমর্থক বলে উঠেন, ‘আপনাকে দিয়ে আর হবে না ভাই। আপনি তো শূন্য সরকার হয়ে গেলেন।’ সত্যিই সৌম্য সরকার ‘শূন্য’ সরকার হয়ে গেছেন। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে শূন্যের রেকর্ড গড়ে ফেলেন তিনি।
ডালাসে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় সৌম্য ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন। ধনাঞ্জয়া ডি সিলভার করা প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে আসেন তিনি। অহেতুক শটে মিড অনে হাসারাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন। বিস্ময়ে কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে থাকেন তিনি। আরেকটি শূন্য ঝুলিতে পুরে এরপর ধীর পায়ে ড্রেসিং রুমে ফেরেন এই বাঁহাতি। আজকের ডাকের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্যর ডাকের সংখ্যা গিয়ে ঠেকলো ১৩টিতে। যদিও একই সমান ডাক রয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের। তবে স্টার্লিংয়ের ১৪৪ ম্যাচের বিপরীতে সৌম্যর ম্যাচসংখ্যা মাত্র ৮৪টি। ভারতের অধিনায়ক রোহিত শার্মা ১৪৪ ইনিংসে ১২টি শূন্য নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।