মেসি ম্যাজিকে জিতলো আর্জেন্টিনা
গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই লিওনেল মেসি খেলবেন সেটি আগের দিনই নিশ্চিত করেছিলেন কোচ স্কালোনি। মেসি খেললে আর্জেন্টিনা দল যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটি আবারো প্রমাণ পেল সবাই। মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা।
পরীক্ষা নিরীক্ষার প্রীতি ম্যাচে ডি মারিয়া ও আলভারেজকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। সবাইকে চমকে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় তারা।
গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ম্যাচের ১২ নিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক্ক ভুল পাস দিলে মেসি গোলমুখের সামনে থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।
বল পায়ে আর্জেন্টাইনরা ছন্দে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। তবে প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কারবোনিকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে মেসির পাস থেকে আবারো গোল করেন লাউতারো।
৭৭ মিনিটে বদলি হিসেবে নামা ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। বড় জয়ে কোপা আমেরিকার আগে স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।