স্পোর্টস ডেস্ক : কোচ জাফরুল এহসামের মৃত্যুর একদিন পর আজ বুধবার (১৯ জুন) না ফেরার দেশে পাড়ি জমালেন ক্রীড়া সংগঠক ও বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে রাজধানীর বনানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিসিবি এক সংবাদ বিবৃতির মাধ্যমে আলমগীরের মৃত্যুর খবরটি জানায়। একাধিক মেয়াদে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়া আলমগীরের নামাজে জানাজা বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করা হবে বরিশালে।
আলমগীর খান বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ‘আলো ভাই’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদেসহ কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।