স্পোর্টস ডেস্ক : ভারতীয় ইনিংসের শুরু থেকেই এই প্রশ্ন উঠেছে। যা ইনিংসের শেষে আরও জোড়ালো হয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ভারতের প্রায় সব ব্যাটসম্যানই রানের দেখা পান। শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে ভারত, যা তাড়া করা সম্ভব হয়নি বাংলাদেশের জন্য। কিন্তু এমন ব্যাটিং উইকেতে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন? সাকিব আল হাসানের মনেও একই প্রশ্ন।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় শান্ত জানান, প্রতিপক্ষকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পারলে ম্যাচ জিততে পারেন তারা। কিন্তু বাস্তবতার কাছাকাছিও ছিলো না তার পর্যবেক্ষণ।খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান তার কাছেও মনে হয়েছে আগে ব্যাটিং করাই ছিলো আদর্শ, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে) ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’
তবে শান্ত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির পেছনে তার নিজস্ব পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করেন এই অলরাউন্ডার, ‘অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে ভেবেছেন এবং আমরা মনে করেছি, একটা স্কোরের মধ্যে ওদেরকে আটকাতে পারব আমরা। সম্ভাব্য একটি স্কোর আমাদের ভাবনায় ছিল এবং সেটি তাড়ায় আমরা কীভাবে ব্যাট করব, এই ভাবনা ছিল। এজন্যই হয়তো আমরা আগে ব্যাট করেছি।’ টস জিতলে কী করা হবে সেটি নিয়ে সাধারণত দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়। সাকিবের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘বিষয়টা আসলে অভিজ্ঞতা বা সিনিয়র, এসবের বিষয় নয়। এখানে যখন দলের নেতা একজন থাকবে, অধিনায়ক থাকবে, সিদ্ধান্ত আসলে তার। যদি আমরা ভালো করতাম, তাহলে অধিনায়কের কৃতিত্ব যেত। খারাপ করলে অধিনায়ক-কোচের সিদ্ধান্তে প্রশ্ন থাকত। এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার এবং খুবই যুক্তিযুক্ত।’ এরপর হেসে বললেন, ‘প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। আবার প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো।’
ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে নতুন বলে দুই প্রান্তেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। এক প্রান্তে ছিলেন সাকিবই। যার প্রথম ওভারে এসেছে ১৫ রান। রোহিত শর্মাকে আউট করার আগে সেই ওভারের প্রথম তিন বলেও একটি চার ও একটি ছয় খেয়েছেন। প্রথম ৯ বলে দিয়েছেন মোট ২৫ রান। দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করার ধারণাটাও সাকিবের পছন্দ হয়নি। এর ব্যাখ্যা দিতে গিয়ে ‘আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন’ বলে শুরু করলেও এরপরই বললেন, ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রুত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।