স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।
ত্রিনিদাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয় রশিদ খানের দল। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটিং। বড় হারের পর উইকেট নিয়ে হতাশা প্রকাশ করলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। সেমিফাইনাল হারের পর এক প্রশ্নের জবাবে পিচ নিয়ে হতাশার কথা জানান ট্রট। তিনি বলেন, ‘কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না, যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। একটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত ব্যাট-বলের। আমি বলছি না একেবারে ফ্ল্যাট হবে, যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি, ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর উপায় থাকা উচিত।’
পিচ কঠিন হলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচকে কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করছিল না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।